ফিতরা প্যাকেজ


#

ফিতরা প্যাকেজ ও সুবিধা সমূহঃ-
ক. প্রথমে মক্কাশরীফে হোটেল জমজম টাওয়ার/হোটেল হিলটন টাওয়ারে ১৮/২০ দিন অবস্থান করে মদিনা শরীফ যেয়ে ৮ দিন থেকে হজ্জের পূর্বে হজ্জ কার্যক্রমের সুবিধার্থে মক্কা শরীফে মীনার কাছাকাছি কোন একটি হোটেল অবস্থান করে হজ্জব্রত পালন শেষে বাংলাদেশে ফিরে আসা।
খ. সময়ঃ মোটামুটি ৪০/৪২ দিন।
গ. টাকা ৪,৫০,০০০/- (চার লক্ষ পঞ্চাশ হাজার) টাকা মাত্র।
ঘ. যাত্রার তারিখঃ ১৬/২০ আগষ্ট ২০১৫ইং (১/৫ জিলক্বদ ১৪৩৬ হিঃ) তারিখে পবিত্র হজ্জের উদ্দেশ্যে যাত্রা হবে এবং ১/৫ অক্টোবর ২০১৫ইং (১৭-২১ জিলক্বদ ১৪৩৬ হিঃ) হজ্জ পালন শেষে দেশে প্রত্যাবর্তন হবে ইনশাল্লাহ।
 
 
অতিরিক্ত বাস সার্ভিসের ব্যবস্থাঃ
মিনা , মোজদালেফা ও আরাফায় হজ্জের সবচেয়ে কষ্টকালীন ৫ দিনের জন্য মোয়াল্লেমের বাস ছাড়াও অতিরিক্ত বাসের ব্যবস্থা করে থাকি, এতে সবচেয়ে কষ্টকালীন সময়ে অনেক কষ্ট লাঘব হয়।
 
দমে শোকর কুরবানীঃ
হজ্ব প্যাকেজে কুরবানী অন্তর্ভূক্ত নেই। সম্মানিত হজ্বযাত্রীগণ এজেন্সীর মাধ্যমে কুরবানী করতে ইচ্ছা প্রকাশ করলে ৫০০ সৌদি রিয়াল ১০,৫০০/- টাকা জমা দিয়ে এজেন্সীর মাধ্যমে কুরবানী করতে পারবেন।
 
দৈনিক খাবারঃ
সৌদি সরকার খাবারের ব্যাপারে চুড়ান্ত সিন্ধান্ত নিয়েছেন, Catering System এর মাধ্যমে দৈনিক ৩ বেলা বাংলাদেশী খাবার পরিবেশন করা হবে।
 
হজ্ব প্রশিক্ষণঃ
আমরা কয়েকবার প্রশিক্ষণের মাধ্যমে হজ্জযাত্রীগণকে হজ্জ সর্ম্পকে সঠিক ধারনা দিয়ে থাকি। সহি হজ্জ কার্যক্রম পালনে উপযুক্ত করে গড়ে তোলা আমাদের গুরুত্বপূর্ণ লক্ষ্য ও উদ্দেশ্য।
 
জিয়ারাতঃ
আমাদের তত্ত্বাবধানে অভিজ্ঞ আলেম ওলামাদ্বারা মক্কা ও মদীনা শরীফে দর্শনীয় স্থানসমূহ যিয়ারতের সুব্যবস্থা করা হয়।
 
হজ্ব ও হজ্ব যাত্রার তারিখঃ
সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২২ সেপ্টেম্বর ২০১৫ইং ৯ জিলহজ্ব ১৪৩৬ হিজরী তারিখে এ বছরের পবিত্র হজ্জ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ্।
 
মুদ্রা বিনিময়ঃ
প্রতি মার্কিন ডলার ৭৭.১০ (সাতাত্তর টাকা দশ পয়সা) টাকা হারে বিমান ভাড়া ১,২০,২৫৭.৫০/- (এক লক্ষ বিশ হাজার দুইশত সাতান্ন টাকা পঞ্চাশ পয়শা) টাকা ধরা হয়েছে।
* ডলারের মূল্যবৃদ্ধি ও বিমানের ভাড়া কম বেশীর জন্য আর্থিক হের-ফের প্রদানযোগ্য।
 
হজ্জের প্রয়োজনীয় কাগজপত্রাদিঃ
(১) আন্তর্জাতিক মূল পাসপোর্ট (MRP)।
(২) এজেন্সীর হজ্ব ফরম ।
(৩) ছবি পাসপোর্ট সাইজ ৪ কপি এবং স্ট্যাম্প সাইজ ৪ কপি।
(৪) ভোটার আইডি কার্ডের ফটোকপি।
 
ম্যানেনজাইটিস টিকার বইঃ
টিকা দেওয়ার জন্য হজ্জযাত্রীগণের এজেন্সী থেকে প্রত্যয়নপত্র, রক্তের গ্রুপের কাগজ ও ২ কপি পাসপোর্ট সাইজের ছবিসহ জেলা সিভিল সার্জন অফিস অথবা নির্ধারিত হাসপাতালে উপস্থিত হতে হবে এবং টিকা দিয়ে টিকার বই এজেন্সীতে জমা দিতে হবে।
 
অর্থ প্রদানের সময়সূচী ও পদ্ধতিঃ
বুকিং দেওয়ার সময় ২,০০,০০০/- টাকা অব্যশই জমা দিতে হবে। বাকী টাকা সরকারী প্রজ্ঞাপন অনুযায়ী ৫ জুন ২০১৫ইং এর মধ্যে পরিশোধ করতে হবে।
 
ব্যাংক হিসাবের নামঃ
আলহাজ্ব ট্রাভেল ট্রেড চলতি হিসাব নং- ৩৬৮৯ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, উত্তরা শাখা, ঢাকা।
 
নিম্নলিখিত দ্রব্যাদি সঙ্গে নিতে হবেঃ
 
পুরুষদের জন্যঃ
এহরামের জন্য সাদা সুতি মোটা পৌনে তিন হাত বহরের ৫ হাত লম্বা ৫ পিস কাপড়, পায়জামা ৩টি, পাঞ্জাবী ৪টি, হাফ হাতা সোয়েটার ১টি, স্যান্ডেল ২ জোড়া, লুঙ্গি ও গেঞ্জি ৩টি করে, গামছা, কাঁচি, টয়লেট পেপার ২টি, প্লেট, চামচ ও গ্লাস, মেসওয়াক/ব্রাশ ২টি, পাতলা কাঁথা ১টি, ১টি আয়না, চিরুনী, ব্যবহারী তৈল, খিলাল ও তাইয়ামুমের মাটি।
 
মহিলাদের জন্যঃ
মুখ ঢাকা বোরকা, মাথায় বিশেষ টুপি, তিন মাথাওয়ালা চুল বাঁধূনী রুমাল, সালোয়ার ৪টি, কামিজ ৪টি, বড় ওড়না ৩টি, হাত ও পায়ের মোজা, পামসু ও জুতা বিছানা ও পর্দার চাদর।
 
সস্মানিত হজ্বযাত্রী,
আল্লাতায়ালার দেওয়া এই ফরয আদায় করা খুবই কষ্টসাধ্য। এখানে শুধু মালই ব্যয় হয় না জানেরও কষ্ট হয়। প্রচুর কষ্টের জন্য মানসকি প্রস্তুতি থাকতে হবে এবং ধৈর্য্য ধারণ করতে হয়। সমস্ত হজ্বযাত্রীরা আল্লাহর মেহমান এবং আল্লাহর কাছে পরহজেগারীর ভিত্ত্বিতে মূল্যায়ন হয়ে থাক। মাসায়ালা মাসায়েল, দ্বীনের খুটিনাটি বিষয়াদি এবং সহজ ভাবে হজ্জ পরিচালনার জন্য অভিজ্ঞ আলেম গাইড হিসেবে আপনাদের পাশে রয়েছ। তারপরও এই গুরদায়িত্ব পালন করতে, চাই আপনার আন্তরিক সহযোগিতা। ধৈর্য্য এবং দ্বীনরে খাতিরে এজেন্সীর জিম্মদারকে মেনে চলার অনুরোধ রইল।
 
আমাদের শ্লোগানঃ
ইনশাআল্লাহ্ ছবর ও শোকর এই দুই হাতিয়ারকে আমাদের সঙ্গে নেব এবং সব রকম গীবত ও শেকায়েত থেকে নিজেকে হেফাজতে রাখব। গীবত শেকায়েত করে নিজের হজ্জকে নষ্ট করব না। যে কোন প্রয়োজনে গাইডগণের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ রইল।
 
উপদেশঃ
মনে রাখবেন, হজ্ব করার মূল উদ্দেশ্য ইবাদতের মাধ্যমে আল্লাহতায়ালার সন্তুটি অর্জন। সুতরাং হজ্ব যাত্রীগনের সমস্ত নিয়ত, চিন্তা, চেতনা, শ্রম, অর্থ ও সময় আল্লাহ তায়ালার ইবাদত কেন্দ্রীক ও খালেস নিয়তের ভিত্তিতে হওয়া বাঞ্ছনীয়।সুতবাং হজ্জ ট্রেনিং দিয়ে নিয়মকানুন শিক্ষা করা অতীবজরুরী। আল্লাহ আমাদিগকে হজ্জে মাবরুর নন্সীব করুন, আমীন।